বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে ব্যবসায়ী ও যুবলীগ নেতা সহ ৭২ ঘন্টায় ৪টি লাশ উদ্ধার মেঘনায় অবৈধ বালু উত্তোলন; ভাঙ্গন আতঙ্কে ৩ উপজেলার বেশ কয়েকটি গ্রাম শুধু হত্যার বিচার নয়, শেখ হাসিনার লুটপাটের বিচারও এই দেশে করতে হবে-রিজভী ছেলের কাছে ‘মা’ এর লেখা চিঠি সরিষা ফুলের গন্ধে মুখরিত মাঠ, প্রকৃতি সজ্জিত হলুদ বর্ণে আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে হরিজন সম্প্রদারের মাঝে কম্বল বিতরণ মাশরুম চাষে সফল উদ্যোক্তা পাপড়ি হাসান ডাকাতি মামলার আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা নরসিংদী প্রেসিডেন্সি কলেজের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীন বরণ অনুষ্ঠিত বিপিএলে কাজী’স সুপার কিং এর বিপক্ষে চ্যাম্পিয়ন মাহিন ক্রিকেট একাদশ

স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে বিচার করা হবে- সেচ্ছাসেবকদল নেতা জুয়েল 

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশকাল শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

জেলা প্রতিনিধি, নরসিংদীঃ বিএনপির নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেছেন, স্বৈরাচারী খুনি শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে তার বিচার করা হবে ইনশাল্লাহ। এ লড়াই সংগ্রামে আপনারা অবশ্যই আমাদের পাশে থাকতে হবে

শনিবার বিকালে নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের আমলাব কাঠবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর অন্যায় সাজা বাতিল, মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরে আসার পরিবেশ তৈরি করার দাবীতে আমলাব ইউনিয়ন বিএনপি কৃর্তক আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুয়েল বলেন, এদেশের সার্বভৌমত্ব রক্ষায় আজীবন লড়াই সংগ্রাম করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে ৯ বছর সংগ্রাম করেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া।

দলের কেউ কোন উশৃংখল কার্যক্রম করবেন না বলে নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, কোন প্রকার সমস্যা হলে আপনারা আমাদেরকে জানাবেন। আমরা নিজেরাই সমস্যার সমাধান করবো। আমাদের নেতা তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারে তার জন্য স্বৈরাচার শেখ হাসিনা সরকার তার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, অত্যাচারী জুলুমবাজ সরকার প্রধান হাসিনা ভারত পালিয়েছে। দেশের হাজার হাজার কোটি টাকা লুপাট করে বিদেশে পাচার করেছে। আমাদের নেতা তারেক রহমান দেশ প্রেমিক একজন মানুষ। তিনি এই দেশের মানুষের জন্য সব সময় কাজ করেছেন। তিনি দেশে সুস্থ ধারার রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ড করেছেন। সাধারন মানুষ ও নেতাকর্মীরা তাকে অন্তরে স্থান দিয়েছেন।

আমলাব ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য এসএম সৈবালের পরিচালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও নরসিংদী জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মন্জুর মুর্শেদ, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক আহসান হাবীব প্রান্ত, মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র আবদুল খালেক, মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহমুদুল হক, বেলাব উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, বেলাব উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শাহাজান, মনোহরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মান্নান, মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাছেদ মোল্লা ভূট্টো, পৌর বিএনপি নেতা আকরাম হোসেন, মনোহরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক সাম্মির রহমান টিপু, মনোহরদী উপজেলা যুবদলের সভাপতি নাদিম মাহমুদ বায়েজীদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল্লাহ, সদস্য সচিব উজ্জল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক করুন, কৃষকদলের আহ্বায়ক আলী আকবর,সদস্য সচিব রায়হান উদ্দিন বাচ্চু,পৌর কৃষকদলের সদস্য সচিব হান্নান কমিশনার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান, উপজেলা ছাত্রদল নেতা শফিক, মহসিন কবির, টিটু, মোজাহিদ, শাকিল, ইমরান, পৌরসভা ছাত্রদল নেতা অয়ন, সোহেল, সুমন ও মুসা সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এই পাতার আরো খবর