শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
বিত্তশালীদের নামে ধর্ষণের নাটক সাজিয়ে টাকা হাতিয়ে নেওয়া যার নেশ নরসিংদীতে ব্যবসায়ী ও যুবলীগ নেতা সহ ৭২ ঘন্টায় ৪টি লাশ উদ্ধার মেঘনায় অবৈধ বালু উত্তোলন; ভাঙ্গন আতঙ্কে ৩ উপজেলার বেশ কয়েকটি গ্রাম শুধু হত্যার বিচার নয়, শেখ হাসিনার লুটপাটের বিচারও এই দেশে করতে হবে-রিজভী ছেলের কাছে ‘মা’ এর লেখা চিঠি সরিষা ফুলের গন্ধে মুখরিত মাঠ, প্রকৃতি সজ্জিত হলুদ বর্ণে আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে হরিজন সম্প্রদারের মাঝে কম্বল বিতরণ মাশরুম চাষে সফল উদ্যোক্তা পাপড়ি হাসান ডাকাতি মামলার আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা নরসিংদী প্রেসিডেন্সি কলেজের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীন বরণ অনুষ্ঠিত

বৈষম্যহীন সুন্দর দেশ গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন জেলা প্রশাসক

মাই বাংলা টিভি ডটকম-
প্রকাশকাল রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

শনিবার বিকেলে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোবাশে^র আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অনজন দাস, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, আব্দুর রহমান ভূইয়া ও মাখন দাস, সাবেক সাধারণা সম্পাদক এম.এ. আউয়াল, শফিকুল মোহাম্মদ মানিক ও হুমায়ুন কবির শাহ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক পলাশ, সাবেক কোষাধ্যক্ষ মো: ফারুক মিয়া প্রমুখ। বক্তাগণ নরসিংদীর বিভিন্ন সমস্যা নিয়ে নবাগত জেলা প্রশাসককে অবহিত করেন।

এসময় জেলা প্রশাসক সাংবাদিকদের আশ্বাস দিয়ে বলেন, বৈষম্যহীন সুন্দর দেশ গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন। বারবার ভূল করলে হবেনা, অতীতের ভূল থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবে এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা থাকতে হবে। তিনি বলেন, প্রতিটি সেবামূলক সংস্থা বিভিন্ন অজুহাত দেখিয়ে জনগণকে অযথা হয়রানী করছে। এ নাজুক পরিস্থিতি থেকে আমাদেরকে উঠে আসতে হবে। আর তা করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এসময় তিনি সাংবাদিকদের নিকট থেকে জেলাবাসী বিভিন্ন সমস্যার কথা শুনে প্রতিটি সমস্যার পর্যায়ক্রমে সমাধান করা হবে আশস্ত করেন।

সনাতন ধর্মবলম্বী লোকেরা নরসিংদীতে নিরাপদে থাকবে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটবেনা বলে আমার বিশ্বাস। সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ এবং জাতির চতুর্থ স্তম্ভ। পত্রিকায় তাদের প্রকাশিত চিত্র দেখে আমরা অনেক কাজ করে থাকি। পরিশেষে জেলা প্রশাসক বলেন, সকলের জন্য আমাদের দরজা খোলা থাকবে।

এসময় এনডিসি শিহাব সারোয়ার অভি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম আজিমুল হক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফরহাদসহ স্থানীয় সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই পাতার আরো খবর