বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পলন আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথ সভা কেশবপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে বিচার করা হবে- সেচ্ছাসেবকদল নেতা জুয়েল  মধুমেলা উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতি সভা যেসব অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে মাটি চাপায় নারী সহ ৯ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু নরসিংদীতে ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও অগ্নিসংযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের দুইমাস পূর্তি ও শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা নরসিংদীতে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান

সাতক্ষীরা সীমান্তে ১১টি সোনার বারসহ চোরাকারবারি আটক

মাই বাংলা টিভি ডটকম-
প্রকাশকাল শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

সাতক্ষীরা সংবাদদাতা:

সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ১১টি সোনার বারসহ জাকির হোসেন (৩১) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে তাকে ভোমরার লক্ষ্মীদাঁড়ী সীমান্ত থেকে আটক করা হয়।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সাতক্ষীরা বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।

আটক হওয়া জাকির হোসেন লক্ষ্মীদাঁড়ী এলাকার আরিজুল মোল্লার ছেলে।

লে. কর্নেল আশরাফুল হক বলেন, লক্ষ্মীদাঁড়ী এলাকা দিয়ে সোনা ভারতে পাচার হবে এমন খবর পেয়ে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। ওই সময় জাকির হোসেনকে আটকের পর তার দেহ তল্লাশি করে কোমরে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় ১১টি সোনার বার উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধারকৃত সোনার ওজন ০১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম। যার আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫২৮ টাকা। এ ঘটনায় আসামিকে সাতক্ষীরা সদর থানা হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এই পাতার আরো খবর