শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
মেঘনায় অবৈধ বালু উত্তোলন; ভাঙ্গন আতঙ্কে ৩ উপজেলার বেশ কয়েকটি গ্রাম শুধু হত্যার বিচার নয়, শেখ হাসিনার লুটপাটের বিচারও এই দেশে করতে হবে-রিজভী ছেলের কাছে ‘মা’ এর লেখা চিঠি সরিষা ফুলের গন্ধে মুখরিত মাঠ, প্রকৃতি সজ্জিত হলুদ বর্ণে আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে হরিজন সম্প্রদারের মাঝে কম্বল বিতরণ মাশরুম চাষে সফল উদ্যোক্তা পাপড়ি হাসান ডাকাতি মামলার আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা নরসিংদী প্রেসিডেন্সি কলেজের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীন বরণ অনুষ্ঠিত বিপিএলে কাজী’স সুপার কিং এর বিপক্ষে চ্যাম্পিয়ন মাহিন ক্রিকেট একাদশ আগামী ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের মিলন মেলা

সরিষা ফুলের গন্ধে মুখরিত মাঠ, প্রকৃতি সজ্জিত হলুদ বর্ণে

শহীদুল ইসলাম শরীফ
প্রকাশকাল শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার: ঘন কুয়াশার চাদরে মোড়ানো প্রতিটি মাঠজুড়ে কেবল চোখে পড়ছে সরিষা ফুলের হলুদ সমারোহ। ফসলের মাঠ এখন রঙ বেরঙ এর প্রজাপতি ও মৌমাছির গুনগুন শব্দে আকৃষ্ট করছে সবাইকে। বিকেল হলে গ্রাম এবং শহরের ছেলে মেয়েরা সরষে ক্ষেতের আইল দিয়ে পায়ে হেঁটে ঘুরে ঘুরে এ সৌন্দর্য উপভোগ করছে, কেও আবার চাকার বাহনে প্রিয়জনকে সাথে নিয়ে ছুটে চলার পথে ছবি তুলে ফ্রেম বন্দী করছে অপরুপ এই সৌন্দর্য। শীতের শীতল বাতাসে উপজেলার মাঠগুলো ছেয়ে গেছে সরিষার হলুদ ফুলে। মৌমাছির গুনগুন শব্দে ফুলের রেণু থেকে মধু সংগ্রহ আর প্রজাপতির এক ফুল থেকে আরেক ফুলে পদার্পণ এ অপরূপ প্রাকৃতিক দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর এক মুহূর্ত।

পৌষের সকালে শিশির ভেজা ঘন কুয়াশার চাদরে মোড়ানো সরিষা ফুলের হলুদ রঙে ভরে উঠেছে ফসলের মাঠ। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে প্রকৃতির রূপ বৈচিত্র্য। সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য পাল্টে দিয়েছে মাঠ। দোহার, নবাবগঞ্জ, কেরারিগঞ্জ উপজেলাসহ পার্শবর্তী এলাকায় সরিষায় বিস্তীর্ণ, প্রতিটি ফসলের মাঠে সবুজ গাছের হলুদ ফুলে শীতের সোনাঝরা রোদে ঝিকিমিকি করছে। এ যেন এক অপরূপ সৌন্দর্য, ভোরের বিন্দু বিন্দু শিশির আর সকালের মিষ্টি রোদ ছুঁয়ে যায় সেই ফুলগুলোকে। ঐসব এলাকার প্রতিটি মাঠ এখন সরিষা ফুলের মিষ্টি গন্ধে মুখরিত। দোহার উপজেলার চৈতাবাতর গ্রামের জালাল ব্যাপারী জানান, এ প্রাকৃতিক কারণে বপন বিলম্বিত হওয়ায় ঘরে সরিষা উঠতে সময় লাগবে, তবে ফলন ভাল।

প্রতিটি মাঠে এখন শুধু সরিষার সবুজ ও হলুদের মিশ্রণে প্রকৃতিকে আলিঙ্গন করছে। মৌমাছির আনাগোনা আর সরষে ফুলের দৃষ্টিনন্দন দৃশ্য যেন প্রাণ জুড়ে যায়। একদিকে চলছে মধু সংগ্রহ অন্যদিকে প্রকৃতি-প্রেমিদের আনাগোনা। দুই নয়ন মেলে তাকালে মনে হচ্ছে প্রকৃতি কন্যা সেজেছে যেন গায়ে হলুদ বরণ সাজে। কৃষকের স্বপ্ন দুলছে সরিষার মৌ মৌ গন্ধে।


এই পাতার আরো খবর