রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদী জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক প্রিন্স ও সদস্য সচিব মিঠু ‎জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উদযাপনে ইসলামি ব্যাংকের বৃক্ষ বিতরণ বিত্তশালীদের নামে ধর্ষণের নাটক সাজিয়ে টাকা হাতিয়ে নেওয়া যার নেশ নরসিংদীতে ব্যবসায়ী ও যুবলীগ নেতা সহ ৭২ ঘন্টায় ৪টি লাশ উদ্ধার মেঘনায় অবৈধ বালু উত্তোলন; ভাঙ্গন আতঙ্কে ৩ উপজেলার বেশ কয়েকটি গ্রাম শুধু হত্যার বিচার নয়, শেখ হাসিনার লুটপাটের বিচারও এই দেশে করতে হবে-রিজভী ছেলের কাছে ‘মা’ এর লেখা চিঠি সরিষা ফুলের গন্ধে মুখরিত মাঠ, প্রকৃতি সজ্জিত হলুদ বর্ণে আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে হরিজন সম্প্রদারের মাঝে কম্বল বিতরণ মাশরুম চাষে সফল উদ্যোক্তা পাপড়ি হাসান

যৌথবাহিনীর অভিযানে যুবদলের ২ কর্মী গ্রেপ্তার

মাই বাংলা টিভি ডটকম-
প্রকাশকাল মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

ফেনীর সোনাগাজীতে যৌথ বাহিনীর অভিযানে দুই যুবদল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ডাকবাংলো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সোনাগাজী উপজেলা যুবদলের সদস্যসচিব ইমাম হোসেন প্রবীরের ভাই মো. সাইদুর রহমান ও মো. সেলিম প্রকাশ ওরফে কুত্তা সেলিম। তারা সোনাগাজী উপজেলা যুবদলের কর্মী বলে জানা যায়।

জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে উপজেলার পৃথক স্থানে গ্রেপ্তার দুই যুবদল কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাটসহ বিভিন্ন অভিযোগ ওঠে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে ডাকবাংলো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ ও সেনাবাহিনী।

এ ব্যাপারে উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশেদ আলম ভূঁইয়া বলেন, ‘তারা কমিটিতে ছিল কিনা আমি নিশ্চিত না। তবে উপজেলা যুবদলের সদস্যসচিব ইমাম হোসেন প্রবীরের সঙ্গে থাকতেন।’

সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সেলিমের বিরুদ্ধে সোনাগাজী থানায় হত্যা, অবৈধ অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজিসহ মোট সাতটি মামলা রয়েছে। এ ছাড়া মো. সাইদুর রহমানের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।’


এই পাতার আরো খবর