রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদী জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক প্রিন্স ও সদস্য সচিব মিঠু ‎জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উদযাপনে ইসলামি ব্যাংকের বৃক্ষ বিতরণ বিত্তশালীদের নামে ধর্ষণের নাটক সাজিয়ে টাকা হাতিয়ে নেওয়া যার নেশ নরসিংদীতে ব্যবসায়ী ও যুবলীগ নেতা সহ ৭২ ঘন্টায় ৪টি লাশ উদ্ধার মেঘনায় অবৈধ বালু উত্তোলন; ভাঙ্গন আতঙ্কে ৩ উপজেলার বেশ কয়েকটি গ্রাম শুধু হত্যার বিচার নয়, শেখ হাসিনার লুটপাটের বিচারও এই দেশে করতে হবে-রিজভী ছেলের কাছে ‘মা’ এর লেখা চিঠি সরিষা ফুলের গন্ধে মুখরিত মাঠ, প্রকৃতি সজ্জিত হলুদ বর্ণে আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে হরিজন সম্প্রদারের মাঝে কম্বল বিতরণ মাশরুম চাষে সফল উদ্যোক্তা পাপড়ি হাসান

মেট্রোরেলে প্রথম ৬ মাসে আয় ১৮ কোটি, এখন ১৮ দিনে ২০ কোটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশকাল রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ চলতি মাসের সেপ্টেম্বরের প্রথম ১৮ দিনে ৪৯ লাখ ৯ হাজার ৪৯ জন যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করেছেন। এর মধ্যে সর্বোচ্চ যাত্রী ভ্রমণ করেছে ১২ সেপ্টেম্বর। এ দিন তিন লাখ ৪৩ হাজার ৮৯২ জন যাত্রী মেট্রোরেল ভ্রমণ করেছেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএসটিসিএল) এর সূত্র জানা যায়, সেদিন সর্বোচ্চ আয় হয়েছে এক কোটি ৪৬ লাখ ৫৭ হাজার ৫৬৬ টাকা। এতে সর্বশেষ ১৮ দিনে মেট্রোরেল কর্তৃপক্ষের আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৫৯১ টাকা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএসটিসিএল) প্রধান কার্যালয়ে আয়োজিত কনফারেন্সে ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ৪৯ লাখ ৯ হাজার ৪৯ জন যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করেছেন। এতে আমাদের আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৫৯১ টাকা। এর মধ্যে ২ শুক্রবারে দুদিন বন্ধ ছিল। অথচ মেট্রোরেল চালুর প্রথম ৬ মাসে যে আয় হয়েছিল তার চেয়ে বেশি আয় হয়েছে চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম ১৮ দিনে। প্রথম ছয় মাসে আয় হয়েছিল ১৮ কোটি ২৮ লাখ ৬ হাজার ৫১৪ টাকা।

বুধবার কারিগরি ত্রুটির কারণে দীর্ঘ সময় মেট্রোরেল বন্ধ থাকায় এতে এক কোটি টাকা লোকসান হয়েছে বলেও জানান মোহাম্মদ আবদুর রউফ। তিনি বলেন, শুধু বুধবার আমাদের আয় হয়েছে মাত্র ৫৪ লাখ ৯১ হাজার ১৪০ টাকা এবং গত ১২ সেপ্টেম্বর সর্বোচ্চ যাত্রী ভ্রমণ করেছে মেট্রোরেলে, এদিন ৩ লাখ ৪৩ হাজার ৮৯২ জন যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করেছে। এতে সেদিন মেট্রোরেলের আয় হয়েছে সর্বোচ্চ ১ কোটি ৪৬ লাখ ৫৭ হাজার ৫৬৬ টাকা। এ ছাড়া গড়ে প্রতিদিন ৩ লাখ মানুষ মেট্রোরেল ভ্রমণ করে।


এই পাতার আরো খবর