ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি গরু পুড়ে ছাই;আহত আরও-২
কামাল উদ্দিন টগরঃ নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের বিশা গ্রামের পশ্চিম পাড়ায় একটি গোয়াল ঘরে আগুন লেগে ৩টি গরু দগ্ধ হয়ে মারা গেছে। গুরুতর অবস্থায় ২টি গরু কাতরাচ্ছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বিশা গ্রামের পশ্চিম পাড়ার মোঃ রিয়াজ উদ্দিনের গোয়াল ঘরে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত আনুমানিক ১০টার দিকে মোঃ রিয়াজ উদ্দিনের গোয়াল ঘরে এলাকাবাসী আগুন দেখতে পেয়ে চিৎকার করতে থাকে, নিমষের মধ্যে গোয়াল ঘরের আগুন চতুর দিকে ছড়িয়ে পড়ায় শত চেষ্টা করেও আগুন নেভানো সম্ভব হয়নি।
ঘটনারস্থলে গিয়ে সরজমিনে দেখা যায়, গোয়াল ঘরে থাকা ৩টি গরু পুড়ে মারা গেছে এবং ২টি গরু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এতে করে মোঃ রিযাজ উদ্দিনের প্রায় ৬ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে বিশা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রিয়াজ উদ্দিনের এ ক্ষতি আসলেই রড় দুঃখ জনক।
আত্রাই থানা অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ সাহাবুদ্দিন জানান, বিষয়টি আমি শুনেছি। শুনার পর ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে জানা যাবে আসলে আগুন কিভাবে লেগেছে না কেউ শত্রুতা করে লাগিয়েছে।