শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
মেঘনায় অবৈধ বালু উত্তোলন; ভাঙ্গন আতঙ্কে ৩ উপজেলার বেশ কয়েকটি গ্রাম শুধু হত্যার বিচার নয়, শেখ হাসিনার লুটপাটের বিচারও এই দেশে করতে হবে-রিজভী ছেলের কাছে ‘মা’ এর লেখা চিঠি সরিষা ফুলের গন্ধে মুখরিত মাঠ, প্রকৃতি সজ্জিত হলুদ বর্ণে আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে হরিজন সম্প্রদারের মাঝে কম্বল বিতরণ মাশরুম চাষে সফল উদ্যোক্তা পাপড়ি হাসান ডাকাতি মামলার আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা নরসিংদী প্রেসিডেন্সি কলেজের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীন বরণ অনুষ্ঠিত বিপিএলে কাজী’স সুপার কিং এর বিপক্ষে চ্যাম্পিয়ন মাহিন ক্রিকেট একাদশ আগামী ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের মিলন মেলা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমনের স্মৃতিতে ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত

সৈয়দ ইমরান হাসান
প্রকাশকাল শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ নরসিংদীতে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ ইমনের স্মৃতিতে ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষে আনাস স্মৃতি সংসদ ও ব্রাদার্স টেক্সটাইল দুটি দল ফাইনাল নিশ্চিত করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আব্দুল বাছেদ।

ইমন স্মৃতি সংসদের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ইমন স্মৃতি সংসদের উপদেষ্টা ও অনলাইন নিউজ পোর্টাল বিনিয়োগ বার্তার সম্পাদক মো. শামীম আল মাসুদ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইমন স্মৃতি সংসদের উপদেষ্টা ও দৈনিক অর্থনীতির কাগজ পত্রিকার সম্পাদক মাহাবুব আলম ভূঁইয়া, ইমন স্মৃতি সংসদের উপদেষ্টা ইঞ্জি.সামসুল হক ভূঁইয়া ও উপদেষ্টা মীর মো. রোমান মিয়া প্রমুখ।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলার প্রথমার্ধের ১৪ মিনিটের সময আনাস স্মৃতি সংসদের পক্ষে একমাত্র ও জয়সূচক গোলটি করেন ৭ নাম্বার জার্সি পরিহিত রাহুল মিয়া। বাকি খেলা দুইদলের আর কেউ কোন গোল করতে পারেনি। ফলে খেলা শেষে ১-০ গোলের ব্যবধানে ব্রাদাস টেক্সটাইলের বিরুদ্ধে আনাস স্মৃতি সংসদ জয় লাভ করে।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী দল ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে প্রথমদিন পুলিশের গুলিতে প্রাণ হারায় গজারিয়া ইউনিয়নের দড়িচর গ্রামের শহীদ ইমন।


এই পাতার আরো খবর