বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমনের স্মৃতিতে ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ নরসিংদীতে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ ইমনের স্মৃতিতে ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষে আনাস স্মৃতি সংসদ ও ব্রাদার্স টেক্সটাইল দুটি দল ফাইনাল নিশ্চিত করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আব্দুল বাছেদ।
ইমন স্মৃতি সংসদের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ইমন স্মৃতি সংসদের উপদেষ্টা ও অনলাইন নিউজ পোর্টাল বিনিয়োগ বার্তার সম্পাদক মো. শামীম আল মাসুদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইমন স্মৃতি সংসদের উপদেষ্টা ও দৈনিক অর্থনীতির কাগজ পত্রিকার সম্পাদক মাহাবুব আলম ভূঁইয়া, ইমন স্মৃতি সংসদের উপদেষ্টা ইঞ্জি.সামসুল হক ভূঁইয়া ও উপদেষ্টা মীর মো. রোমান মিয়া প্রমুখ।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলার প্রথমার্ধের ১৪ মিনিটের সময আনাস স্মৃতি সংসদের পক্ষে একমাত্র ও জয়সূচক গোলটি করেন ৭ নাম্বার জার্সি পরিহিত রাহুল মিয়া। বাকি খেলা দুইদলের আর কেউ কোন গোল করতে পারেনি। ফলে খেলা শেষে ১-০ গোলের ব্যবধানে ব্রাদাস টেক্সটাইলের বিরুদ্ধে আনাস স্মৃতি সংসদ জয় লাভ করে।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী দল ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে প্রথমদিন পুলিশের গুলিতে প্রাণ হারায় গজারিয়া ইউনিয়নের দড়িচর গ্রামের শহীদ ইমন।