শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
মেঘনায় অবৈধ বালু উত্তোলন; ভাঙ্গন আতঙ্কে ৩ উপজেলার বেশ কয়েকটি গ্রাম শুধু হত্যার বিচার নয়, শেখ হাসিনার লুটপাটের বিচারও এই দেশে করতে হবে-রিজভী ছেলের কাছে ‘মা’ এর লেখা চিঠি সরিষা ফুলের গন্ধে মুখরিত মাঠ, প্রকৃতি সজ্জিত হলুদ বর্ণে আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে হরিজন সম্প্রদারের মাঝে কম্বল বিতরণ মাশরুম চাষে সফল উদ্যোক্তা পাপড়ি হাসান ডাকাতি মামলার আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা নরসিংদী প্রেসিডেন্সি কলেজের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীন বরণ অনুষ্ঠিত বিপিএলে কাজী’স সুপার কিং এর বিপক্ষে চ্যাম্পিয়ন মাহিন ক্রিকেট একাদশ আগামী ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের মিলন মেলা

বৈষম্যবিরোধী আন্দোলনের দুইমাস পূর্তি ও শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

সৈয়দ ইমরান হাসান
প্রকাশকাল সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

সৈয়দ ইমরান হাসান: বিশ্ব শিক্ষক দিবস-২০২৪  উপলক্ষে নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনের দুইমাস পূর্তি ছাত্র জনতার সফল অত্যুত্থানে – “বাংলাদেশের অর্জন ও সম্ভাবনা” শীর্ষক এক আলোচনার আয়োজন করেছে নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ।

রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় কলেজের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ ও নকশিস সভাপতি ড. মশিউর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহা. মোবারুল ইসলাম।

ভেলানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, আলোচক হিসেব উপস্থিত ছিলেন নকশিসের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন এছাড়াও বক্তব্য রাখেন হাজী আবেদ আলী কলেজ’র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ছানাউল্লাহ, নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম মৃধা, নরসিংদী উদয়ন কলেজের পরিচালক হাসিবুর রহমান অনিক,জনরসিংদী ইমপেরিয়াল কলেজের পরিচালক মহসিন সিকদার, মাইনুল ইসলাম মিরু ও কবি আসাদ সরকার প্রমুখ।

এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালীন সময়ে গ্রেফতার হওয়া ছাত্র মো. রিদোয়ান সাবিক অন্ধকারাচ্ছন্ন জেলখানায় বন্দী জীবনের সেই কালো অধ্যায়ের তীক্ত অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালীন যারা অন্তরালে থেকে ছাত্রদের সাহস জুগিয়েছেন পরবর্তীতে কারাবরন করেন সেই সকল শিক্ষকদের অনন্য অবদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় এবং সম্মাননার স্বাক্ষর হিসেবে তাদের হাতে বই তুলে দেয় অতিথিরা


এই পাতার আরো খবর