বুবলীর ওপর বাজি ধরলেন নির্মাতা!

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। রোজার ঈদে ‘দেয়ালের দেশ’ সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে এসেছিলেন এই চিত্রনায়িকা। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের খবর দিয়ে আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকেন বুবলী।
নতুন খবর হচ্ছে, আট মাস পর নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন শবনম বুবলী। মেহেদি হাসানের ‘নীল টিপ’ সিনেমাতে দেখা যাবে এই নায়িকাকে।
পরিচালকের কথা, শিগগিরই শুরু হবে শুটিং। বুবলীর সঙ্গে নাটকের একজন অভিনেতা থাকতে পারেন। শোনা যাচ্ছে তিনি শ্যামল মাওলা। মেহেদি হাসান বলেন, এখনো চূড়ান্ত হয়নি বলে নাম বলতে চাই না।
পরিচালকের ভাষ্য, ‘নীল টিপ’ ছবিটির গল্প বুবলীর ওপরই। তিনিও গল্পটা বেশ পছন্দ করেছেন। আসলে আমাদের দেশে নারীপ্রধান গল্পে ছবি নির্মিত হয় কম। একটা সময় শাবানা ম্যাডামের ওপর ছবি নির্মিত হতো। আমিও এই সময় বুবলীর ওপর বাজি ধরেছি। দেখা যায় কি হয়!
সংবাদ পাঠিকা থেকে ‘বসগীরি’ ছবির মাধ্যমে সুপারস্টার শাকিব খানের নায়িকা হন শবনম বুবলী। পরে শাকিবের সঙ্গে জুটি বেঁধে একের পর এক সাফল্য পান। একসঙ্গে কাজের সূত্রে সম্পর্কে জড়ান তারা। জন্ম নেয় শেহজাদ খান বীর নামে এক সন্তান। শাকিব ও বুবলীর মধ্যে বর্তমানে সম্পর্ক না থাকলেও দুজনে আলাদাভাবে সিনেমা করতে যাচ্ছেন।