বিপিএলে কাজী’স সুপার কিং এর বিপক্ষে চ্যাম্পিয়ন মাহিন ক্রিকেট একাদশ
নিজস্ব প্রতিবেদকঃ প্রায় এক মাস ধরে চলা ব্যাট-বলের দ্বৈরথ থেমে টানটান উত্তেজনার মধ্য দিয়ে সমাপ্তি হলো বীর চর মধুয়া প্রিমিয়ার লীগ (বিপিএল) এর এবারের আসর।
গত পহেলা নভেম্বর পর্দা ওঠে নরসিংদীর রায়পুরা উপজেলার চর মধুয়া ইউনিয়নের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট বীর চর মধুয়া প্রিমিয়ার লীগ (বিপিএল) এর এবারের আসরের। ৩ডিসেম্বর মঙ্গলবার মাঠে গড়ায় টুর্নামেন্টের মেগা ফাইনাল।
মুখোমুখি হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে কাজী’স সুপার কিংস এর বিপক্ষে জয় হাকিয়ে শিরোপা জেতার স্বাদ পায় বিপক্ষীয় দল মাহিন ক্রিকেট একাদশ।
টস হেরে প্রথমে বল করতে নেমে ১৫ ওভারে মাহিন ক্রিকেট একাদশকে ১৯৩রানের পাহাড় তলে দেয় কাজী’স সুপার কিংস, টার্গেট তাড়া করতে নেমে ১ম ৫ওভারে ৩ উইকেট এবং ১৫ ওভারে ৮উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে দলটি।
অন্যদিকে ২৫বলে ৬২রান হাকিয়ে দলকে জয়ের দারপ্রান্তে তুলে দেয় মাহিন ক্রিকেট একাদশের ওপেনার রাজিব, ৯ম ওভারের ৩নাম্বার বলে পতন হয় তার।
এদিকে কাজী’স ফ্যাশনের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী কাজী সালমান রাসেলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত খেলার মেগা ফাইনালে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জজ কোর্টের এপিপি এডভোকেট কাজী নজরুল ইসলাম ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরুষ্কার তুলে দেন নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য প্রার্থী রফিকুল আমীন ভূইয়া রুহেল।