বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে ব্যবসায়ী ও যুবলীগ নেতা সহ ৭২ ঘন্টায় ৪টি লাশ উদ্ধার মেঘনায় অবৈধ বালু উত্তোলন; ভাঙ্গন আতঙ্কে ৩ উপজেলার বেশ কয়েকটি গ্রাম শুধু হত্যার বিচার নয়, শেখ হাসিনার লুটপাটের বিচারও এই দেশে করতে হবে-রিজভী ছেলের কাছে ‘মা’ এর লেখা চিঠি সরিষা ফুলের গন্ধে মুখরিত মাঠ, প্রকৃতি সজ্জিত হলুদ বর্ণে আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে হরিজন সম্প্রদারের মাঝে কম্বল বিতরণ মাশরুম চাষে সফল উদ্যোক্তা পাপড়ি হাসান ডাকাতি মামলার আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা নরসিংদী প্রেসিডেন্সি কলেজের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীন বরণ অনুষ্ঠিত বিপিএলে কাজী’স সুপার কিং এর বিপক্ষে চ্যাম্পিয়ন মাহিন ক্রিকেট একাদশ

পূর্ব শত্রুতার জেরে নরসিংদীতে ব্যবসায়ী খুন

সৈয়দ ইমরান হাসান
প্রকাশকাল রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

সৈয়দ ইমরান হাসান: নরসিংদীর শিবপুরে পূর্বশত্রুতার জেরে দৌলত হোসেন খান (৫৩) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার দত্তেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দৌলত হোসেন খান উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামের মৃত আরজু খার ছেলে। তিনি ফিড ব্যবসায়ী ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, ব্যবসায়িক টাকার লেনদেন ও পূর্বশত্রুতা নিয়ে মনোমা‌লিন‌্য ছি‌ল। শনিবার গভীর রা‌তে ট্রা‌কের ব‌্যাটা‌রি চু‌রি করার পাঁয়তারা করে দুর্বৃত্তরা। চু‌রির ঘটনা আঁচ কর‌তে পে‌রে দুজন কর্মচারীকে নিয়ে মুরগির খামারে যান দৌলত হোসেন। চোরকে তাড়া করলে বা‌ড়ির পাশে আগে থেকে উপস্থিত থাকা দুর্বৃত্তরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। কর্মচা‌রীরা চিৎকার দিলে আশপা‌শের লোকজন এগিয়ে আসায় হামলাকারীরা পা‌লি‌য়ে যায়। অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের পরিবার জানায়, দৌলত খানের ব্যবসায়িক টাকা-পয়সার লেনদেন ও পূর্ব শত্রুতা নিয়ে মনোমালিন্য ছিল স্থানীয় বেশ কয়েকজেনর সঙ্গে। শনিবার গভীর রাতে তার ট্রাকের ব্যাটারি চুরি করার পায়তারা করে দুর্বৃত্তরা। চুরির ঘটনা আঁচ করতে পেরে পোল্ট্রি ফার্মের দুজন কর্মচারিকে সঙ্গে নিয়ে ঘর থেকে বের হন দৌলত। চোরকে ধাওয়া দিলে বাড়ির অদূরে ওৎ পেতে থাকা দুইজন দৌলত খানকে দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকেন। পোল্টি ফার্মের কর্মচারিরা ডাক চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান দৌলত খান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সেখান থেকে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

শিবপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে এসেছি। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।


এই পাতার আরো খবর