বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে ব্যবসায়ী ও যুবলীগ নেতা সহ ৭২ ঘন্টায় ৪টি লাশ উদ্ধার মেঘনায় অবৈধ বালু উত্তোলন; ভাঙ্গন আতঙ্কে ৩ উপজেলার বেশ কয়েকটি গ্রাম শুধু হত্যার বিচার নয়, শেখ হাসিনার লুটপাটের বিচারও এই দেশে করতে হবে-রিজভী ছেলের কাছে ‘মা’ এর লেখা চিঠি সরিষা ফুলের গন্ধে মুখরিত মাঠ, প্রকৃতি সজ্জিত হলুদ বর্ণে আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে হরিজন সম্প্রদারের মাঝে কম্বল বিতরণ মাশরুম চাষে সফল উদ্যোক্তা পাপড়ি হাসান ডাকাতি মামলার আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা নরসিংদী প্রেসিডেন্সি কলেজের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীন বরণ অনুষ্ঠিত বিপিএলে কাজী’স সুপার কিং এর বিপক্ষে চ্যাম্পিয়ন মাহিন ক্রিকেট একাদশ

নরসিংদীতে ব্যবসায়ী ও যুবলীগ নেতা সহ ৭২ ঘন্টায় ৪টি লাশ উদ্ধার

সৈয়দ ইমরান হাসান
প্রকাশকাল বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

নরসিংদীতে গত ১৬ ফেব্রুয়ারি সকাল থেকে ১৯ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত ধারাবাহিক ৭২ঘন্টার মধ্যে একজন যুবলীগ নেতা সহ ৪টি লাশ উদ্ধার করেছে জেলার মনোহরদী, বেলাব, রায়পুরা ও শিবপুরের থানা পুলিশ।
সর্বশেষ গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) রাত ১১টার দিকে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের ধনাইয়া গ্রামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়দের খবরে লাশটি উদ্ধার করে শিবপুর থানা পুলিশ। তবে কে বা কারা এবং কী কারণে তাঁকে হত্যা করেছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি এবং এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলে নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ।
নিহত ব্যবসায়ীর নাম কবির উদ্দিন (৩৬)। তিনি উপজেলার জয়নগর ইউনিয়নের ধনাইয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় শিবপুর বাজারে কাপড়ের ব্যবসা করতেন। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক এ ঘটনা ঘটে বলে ধারণা করছেন স্থানীয়রা।

নিহত ব্যবসায়ী কবির উদ্দিন (৩৬)

এর আগে একই দিনের (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ককের খামেরচর ব্রীজের নিচ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে বেলাব থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেওয়ানেরচর গ্রামের নাহিম মোল্লা নামে একব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল দিয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বেলাব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, মানুষিক ভাবে অসুস্থ (পাগল) ছিলো নিহত ওই নারী।

ঢাকা-সিলেট মহাসড়ককের খামেরচর ব্রীজের নিচ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার

এর আগে গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার রায়পুরা উপজেলার ডৌকারচর এলাকার আড়িয়াল খাঁ নদের পার থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৪টার দিকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ ডৌকারচর এলাকার আড়িয়াল খাঁ নদের পারে দেখতে পান স্থানীয় এলাকাবাসী। পরে খবর পেয়ে সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ।

আড়িয়াল খাঁ নদের পার থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

এর আগে গত রবিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহমদপুর গ্রামে বাড়ির পাশ থেকে রাসেল আহমেদ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে মনোহরদী থানা পুলিশ। নিহত যুবক ওই এলাকার মৃত মাইনউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,ঐদিন রাতে যেকোন সময় রাসেল আহমেদকে হত্যা করে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় ফেলে রেখে যায় দূর্বৃত্তরা। পরে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত রাসেল ইউনিয়ন যুবলীগের নেতা ছিলেন এবং গত বছর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।

বাড়ির পাশ থেকে রাসেল আহমেদ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে মনোহরদী থানা পুলিশ

বিগত ৭২ঘন্টায় উদ্ধার হওয়া ৪টি লাশের মধ্য থেকে রায়পুরা ও বেলাব থেকে উদ্ধার করা অজ্ঞাত ২টি লাশের পরিচয় সনাক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ। তিনি জানান, ৪টি ঘটনায় বেলাব ও মনোহরদী ২টি থানায় ২টি মামলা হয়েছে। ইতিমধ্যে রবিবার মনোহরদীতে সংগঠিত হওয়া রাসেল হত্যাকাণ্ডে ৪জনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্যগুলোর তদন্ত চলমান।


এই পাতার আরো খবর