বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে ব্যবসায়ী ও যুবলীগ নেতা সহ ৭২ ঘন্টায় ৪টি লাশ উদ্ধার মেঘনায় অবৈধ বালু উত্তোলন; ভাঙ্গন আতঙ্কে ৩ উপজেলার বেশ কয়েকটি গ্রাম শুধু হত্যার বিচার নয়, শেখ হাসিনার লুটপাটের বিচারও এই দেশে করতে হবে-রিজভী ছেলের কাছে ‘মা’ এর লেখা চিঠি সরিষা ফুলের গন্ধে মুখরিত মাঠ, প্রকৃতি সজ্জিত হলুদ বর্ণে আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে হরিজন সম্প্রদারের মাঝে কম্বল বিতরণ মাশরুম চাষে সফল উদ্যোক্তা পাপড়ি হাসান ডাকাতি মামলার আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা নরসিংদী প্রেসিডেন্সি কলেজের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীন বরণ অনুষ্ঠিত বিপিএলে কাজী’স সুপার কিং এর বিপক্ষে চ্যাম্পিয়ন মাহিন ক্রিকেট একাদশ

নরসিংদীতে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান

সৈয়দ ইমরান হাসান
প্রকাশকাল শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

সৈয়দ ইমরান হাসানঃ নরসিংদীতে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বিপ্লবী জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের পরিবার ও আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে মাধবদীস্থ হেরিটেজ রিসোর্টের একটি হল রুমে এ অনুদান প্রদান করাহয়। এসময় অনুষ্ঠানে চেম্বারের সভাপতি আব্দুল মোমেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন এবং অনুষ্ঠানটির উদ্বোধন করেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব ও নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আলহাজ্ব মঞ্জুর এলাহী

জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের অনুদান প্রদান অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সাবেক পরিচালক ও ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক বাবু প্রবীর কুমার সাহা, চেম্বারের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন, সিআইপি হাজী মোশাররফ হাসেন, জেলা ছাত্রদলের সভাপতি ছিদ্দিকুর রহমান নাহিদ, চেম্বারের পরিচালক আল আমিন রহমান, রাসেল বিন হাসনাত সহ ব্যাবসায়ী নেতা ও বিএনপির নেতৃবৃন্ধ।

আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান

সভায় বক্তারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেসকল মেধাবী শিক্ষার্থীরা তাদের প্রাণ দিয়েছে এবং যারা আহত হয়েছে তাদের পরিবারের অন্তত একজন সদস্যকে সরকারি চাকরি দেয়ার আহ্বান জানান এবং সাধ্য অনুযায়ী চেম্বার সদস্যদের প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করে দেওয়া সহ সকল রকমের সহায়তার আশ্বাস দেন। পরে ৩০০জন আহতদের মধ্যে ২০থেকে ৫০ হাজার টাকার চেক এবং ২৬ জন শহীদদের পরিবারের মধ্যে ১লক্ষ টাকা করে চেক বিতরণ করা হয়।


এই পাতার আরো খবর