নরসিংদীতে ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও অগ্নিসংযোগ
সৈয়দ ইমরান হাসানঃ নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা জুনায়েদ আল হাবিব (২২) মারা যাওয়ার ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিহতের স্বজন ও স্থানীয়রা।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয় এলাকাবাসী।
এসময় আন্দোলনকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে হত্যার প্রতিবাদ জানান। এই ঘটনায় মহাসড়কের দুই প্রান্তে কয়েক কিলোমিটার সড়কে তীব্র যানজট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
দুপুরে ১২টা ২০ মিনিটের দিকে প্রশাসনকে ২৪ঘন্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নিলে আবারও যান চলাচলে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। আগামী ২৪ঘন্টায় জুনায়েদ হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের সম্মুখীন না করা হলে আগামীকালও অবরোধ কর্মসূচি পালিত হবে বলে হুশিয়ারি দেন অবরোধকারীরা।
নিহত জুনায়েদ নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের বটিয়ারা এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে ও স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী। ছুরিকাঘাতের ৯ দিন পর গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে অবরোধ কর্মসূচির সময় ব্যানারে জুনায়েদকে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে উল্লেখ করেন স্থানীয়রা, এর সত্যতা যাচাই করতে ছাত্র আন্দোলনের নরসিংদী জেলা সমন্বয়ক সোহান হায়দারে সাথে যোগাযোগ করলে জানা যায়, এই নামে কোনো সমন্বয়ক ছিলো না নরসিংদীতে।
পুলিশ জানায়, মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো নিহত জুনায়েদ, মাদক ব্যবসাকে কেন্দ্র করেই ২গ্রুপের সংঘর্ষে তাকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ, পরে গতকাল বিকেলে মারা যায় সে।