শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
মেঘনায় অবৈধ বালু উত্তোলন; ভাঙ্গন আতঙ্কে ৩ উপজেলার বেশ কয়েকটি গ্রাম শুধু হত্যার বিচার নয়, শেখ হাসিনার লুটপাটের বিচারও এই দেশে করতে হবে-রিজভী ছেলের কাছে ‘মা’ এর লেখা চিঠি সরিষা ফুলের গন্ধে মুখরিত মাঠ, প্রকৃতি সজ্জিত হলুদ বর্ণে আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে হরিজন সম্প্রদারের মাঝে কম্বল বিতরণ মাশরুম চাষে সফল উদ্যোক্তা পাপড়ি হাসান ডাকাতি মামলার আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা নরসিংদী প্রেসিডেন্সি কলেজের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীন বরণ অনুষ্ঠিত বিপিএলে কাজী’স সুপার কিং এর বিপক্ষে চ্যাম্পিয়ন মাহিন ক্রিকেট একাদশ আগামী ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের মিলন মেলা

ডাকাতি মামলার আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা

সৈয়দ ইমরান হাসান
প্রকাশকাল মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

নরসিংদীর মাধবদী থানায় হামলা ও ভাঙচুর করে ডাকাতি মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ডিবি ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দুর্বৃত্তরা অভিযুক্তকে ছিনিয়ে নিতে পারেনি।

পুলিশ জানায়, গত কয়েক দিন আগে চট্টগ্রাম থেকে একটি তেলবোঝাই ট্রাক ময়মনসিংহ যাওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী এলাকা থেকে ছিনতাই হয়। ঐ ঘটনায় তেলের মালিক মাধবদী থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে মাধবদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কমিশনার দেলোয়ার হোসেনের ছেলে তানবির হোসেনকে আটক করে মাধবদী থানা পুলিশ। গ্রেফতারের জেরে অভিযুক্তের সমর্থকরা মাধবদী থানায় হামলা চালায়। হামলায় থানার জানালার গ্লাসসহ বেশ কিছু স্থানে ভাঙচুর করা হয়। এ সময় ডিবি পুলিশ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে থানা হাজাতে থাকা অভিযুক্ত তানভিরকে ছিনিয়ে নিতে পারেনি হামলাকারীরা।

হামলা চলাকালীন সিসিটিভি ক্যামেরায় ধারণ করা

হামলা চলাকালীন সিসিটিভি ক্যামেরায় ধারণ করা

বিষয়টি নিয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আসামিকে ছিনিয়ে নেওয়ার জন্য কিছু দুষ্কৃতকারী থানার গেইটে হামলা করেছিল। আমরা সতর্ক ছিলাম, তাই তারা ভেতরে ঢুকতে পারেনি।

নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমউল্লাহ সাংবাদিকদের বলেন, গত রাতে ডাকাতি মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আমরা ধারণা করছি যে এই দু’টির একটি কারণে দুর্বৃত্তরা থানায় হামলা করেছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।

আমাদের ফেসবুক পেইজ ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন

আমাদের ফেসবুক পেইজ ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন


এই পাতার আরো খবর