গ্যাসের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, সাড়ে ৩ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে সিএনজি পাম্প থেকে যানবাহনগুলোতে ২৪ ঘন্টা গ্যাস সরবরাহ এবং অবৈধভাবে সিলিন্ডারে করে কন্টেইনারে গ্যাস সরবরাহ বন্ধের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে পরিবহন চালক ও মালিকরা।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাপ মোড়ে অবস্থান নেয় পরিবহন চালক ও মালিক পক্ষ। এসময় কয়েক হাজার পরিবহন শ্রমিক তাদের দাবি আদায়ের লক্ষ্যে মহাসড়কে অবস্থান নেয়। এর ফলে মহাসড়কের দুই পাশের অন্তত ২০ কিলোমিটার জ্যামজটে নরসিংদী অঞ্চলে আটকা পড়ে বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহন। পরে ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনী ও পুলিশ চালক ও মালিকদের সাথে আলোচনায় বসে সমাধানের আশ্বাস দিলে দুপুর আড়াইটার দিকে তারা মহাসড়ক ছেড়ে চলে য়ায়। এরপর থেকে মহাসড়কে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
পরিবহন চালক ও মালিকরা জানায়, আমার দেশের গ্যাস আমি নিবো, যখন খুশি তখন নিবো। নিজের দেশের খনি থেকে উত্তোলন করা গ্যাস সরবরাহে কোন সময়সীমা থাকা যৌক্তিক নয়। পাশাপাশি নরসিংদী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী রেন্টেকার, পরিবহনসহ বিভিন্ন গাড়ীতে গ্যাস সরবরাহ না করে কন্টেইনারের মাধ্যমে কল-কারখানার সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ করে আসছে সিএনজি পাম্পগুলো। যা সম্পূর্ন অযৌক্তিক এবং আইন বিরোধী। অচিরেই এই সমস্যা সামাধানে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে পরিবহন চালক ও মালিকরা।
প্রাইভেটকার মালিক পক্ষ বলেন, আমরা দূরদূরান্তে যাত্রী নিয়ে যেতে হয়। অনেক সময় জরুরী প্রয়োজনে আমাদের খুব দ্রুত গন্তব্য যেতে হয়। আমরা নরসিংদীর সিএনজি পাম্পগুলোতে গেলে দেখাযায় অনেক সময়ই আমাদের গাড়ীতে গ্যাস সরবরাহ না করে কন্টেইনারের মাধ্যমে কল-কারখানার সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ করে। এতে অনেক সময় আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয় । এসব সমস্যা থেকে আমরা পরিত্রাণ চায়।
রোগী বহন কারী এম্বোলেন্স চালক ছাত্তার মিয়া বলেন, আমাদের গ্যাস নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুরের শিল্পখাতে ব্যবহারের জন্য নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়েও গ্যাস পাই না। গ্যাসের কারণে আমরা ঠিকমত গাড়ি চালাতে পারছি না। জরুরী রোগী বহনের ক্ষেত্রেও সম স্যায় পড়তে হয়। আমরা এর সমাধান চাই।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, কন্টেইনারে গ্যাস সরবরাহ বন্ধ ও সিএনজি পাম্পগুলোতে ২৪ ঘন্টা গ্যাস সরবরাহের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাপ মোড়ে যানচলাচল বন্ধ করে বিক্ষোভ করে সিএনজি চালিত যানবাহন চালক ও মালিকরা। পরে তাদের দাবীর সুষ্ঠ ও সুন্দর সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সরে যায়। পরে দীর্ঘ সাড়ে ৩ ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।