শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
মেঘনায় অবৈধ বালু উত্তোলন; ভাঙ্গন আতঙ্কে ৩ উপজেলার বেশ কয়েকটি গ্রাম শুধু হত্যার বিচার নয়, শেখ হাসিনার লুটপাটের বিচারও এই দেশে করতে হবে-রিজভী ছেলের কাছে ‘মা’ এর লেখা চিঠি সরিষা ফুলের গন্ধে মুখরিত মাঠ, প্রকৃতি সজ্জিত হলুদ বর্ণে আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে হরিজন সম্প্রদারের মাঝে কম্বল বিতরণ মাশরুম চাষে সফল উদ্যোক্তা পাপড়ি হাসান ডাকাতি মামলার আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা নরসিংদী প্রেসিডেন্সি কলেজের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীন বরণ অনুষ্ঠিত বিপিএলে কাজী’স সুপার কিং এর বিপক্ষে চ্যাম্পিয়ন মাহিন ক্রিকেট একাদশ আগামী ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের মিলন মেলা

কেন সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করেছে প্রশাসন?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশকাল শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটির সাজেক, শীতের শুরুতেই অপরূপ সাজে সেজে উঠা প্রকৃতির রাণী সাজেক ভ্যালিতে যেখানে মাত্র শুরু হতে যাচ্ছে পর্যটন মৌসুমের সূচনা, ঠিক সেই সময়-ই পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়েছে। সেখানে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ আদেশ জারি করা হয় বলে জানানো হয়।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর থেকে তিন দিন করে তিন দফায় সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল। এবার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণ করতে নিরুৎসাহিত করা হয়েছে।

এদিকে খাগড়াছড়ি জেলার সব পর্যটনকেন্দ্রগুলোতে আজ ৪ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। জেলা কোর কমিটির মিটিং শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আদেশ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক বাঙালিকে পিটিয়ে হত্যার পর থেকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মাঝে সহিংসতার সৃষ্টি হয়।

এর পরিপ্রেক্ষিতে প্রথম তিন দফায় সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল। এবার চলতি মাসের প্রথম দিনে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে পিটিয়ে হত্যার পর আবারও পরিস্থিতির অবনতি ঘটে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।


এই পাতার আরো খবর