1. shahinit.mail@gmail.com : My Bangla Tv : My Bangla Tv
  2. mybanglatv2021@gmail.com : মাই বাংলা টিভি : মাই বাংলা টিভি
৪ঠা মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | সকাল ৮:৩৮

আমরা ৯৩ ব্যাচ পাঁচদোনা ঈদ-রিইউনিয়ন ২০২২ মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশের সময় শনিবার, জুলাই ২৩, ২০২২,
  • 616 পাঠক

নরসিংদীর পাঁচদোনা মোড়ে ও টু চাইনিজ রেস্টুরেন্টে শুক্রবার বিকেলে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। মিলন মেলায় পাঁচদোনা,শেখেরচর,মাধবদী,নরসিংদী,ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে ৯৩ ব্যাচ এর প্রায় দু শতাধিক সদস্য বন্ধুরা এতে অংশ গ্রহন করেন।

তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু, এই প্রতিবাদ্যকে মনে ধারন করে ১৯৯৩ সালের এসএসসি ব্যাচের বন্ধুরা একত্রিত হয়ে মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের শুরুতে পাঁদোনার পক্ষথেকে আগত অতিথিদের ফুলদিয়ে বরন,কেক কাটা,ক্রেষ্টবিতরন,আলোচনা সভাও সর্বশেষ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্তি হয়।

 


অনুষ্ঠানে বন্ধুদের পারস্পরিক সম্পর্ক বন্ধুসুলভ আচরণ যেন স্মৃতির পাতায় একে থাকবে। ৯৩ ব্যাচ এর বন্ধুদের মধ্যে উপস্থীত ছিলেন নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট আলী হোসেন শিশির, সোস্যাল মিডিয়ার সিনিয়র এ্যাডমিন ওমর ফারুক,পাঁদোনা স্যার কে, জি, গুপ্ত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুম বিল্লাহ, এ্যাডমিন ওর্মি সরকার, পাঁদোনা স্যার কে, জি, গুপ্ত উচ্চবিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ জায়েদুর রহমান মামুন ও নরসিংদীর এ্যডমিন মোঃ রফিক মিয়া। যাদের আন্তরিক সহযোগীতা অনুষ্ঠানকে প্রানবন্ত করেছেন তারা হলেন, ৯৩ ব্যাচ এর পাঁচদোনা বাসী মোঃ জসিম মিয়া, আসাদুজ্জামান আসাদ,তানজিল আহম্মেদ দাউদ,প্রদীপ সাহা ও মোঃ ফজলুর রহমান। অনুষ্ঠানে অতিথিরা বলেন,পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পর্ক হলো খাঁটি বন্ধুত্ব, যদি বন্ধুত্ব ভালো হয়।

 


একটি বই একশোটি বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান। আমাদের জীবনের বিপদের সময় গুলোতে কেউ পাশে থাকুক বা না থাকুক, কিন্তু সত্যিকারের বন্ধু গুলোকে আমরা সব সময় পাশে পেয়ে যাব এটাই আশা করি। আল্লাহর দেওয়া সেরা উপহার গুলোর মধ্যে একটি হল বেস্ট ফ্রেন্ড। তারা বলেন বন্ধুরা মোটেও ভুলে যাবেন না আপনাদের জন্য আজ ৯৩ বন্ধু মহল আয়োজন করেছেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের নামী দামী কন্ঠ শিল্পিরা আপনাদের কে গান গেয়ে আনন্দ দিবেন বলেও জোক করেন।

লাইক ও শেয়ার করে সঙ্গে থাকুন-
এই পাতার আরও খবর

এই অন লাইন নিউজ পোর্টাল মাই বাংলা টিভির ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি | Copyright© My Bangla Tv | Developed By

Theme Customized BY WooHostBD