আগামী ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের মিলন মেলা
নিজস্ব প্রতিবেদকঃ নরসিংদীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত, এসময় আগামী ফেব্রুয়ারিতে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের মিলন মেলার আয়োজন করা হবে বলেও জানানো হয়।
মঙ্গলবার (৩ডিসেম্বর) বিকেলে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের শেরপুর গ্রামের আবেদ ভিলেজে জেলার বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠকদের সাথে এ মতবিনিময় ও পরামর্শ সভা করন নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহবায়ক মাহবুবুর রহমান মনির।
এসময় উপস্থিত ছিলেন, আমরা নরসিংদীবাসীর সাধারণ সম্পাদক তৌকির আহমেদ, রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম সালাম, স্বপ্নছায়া সংগঠনের সভাপতি সোহেল আহমেদ অপুসহ প্রমুখ।
মতবিনিময় সভায় নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহবায়ক মাহবুবুর রহমান মনির বলেন, নরসিংদীর স্বেচ্ছাসেবীরা সবার আগে আর্ত মানবতার সেবায় এগিয়ে আসে। জেলার যেকোন স্থানে রক্তের প্রয়োজন হলে স্বেচ্ছাসেবীরা নিঃস্বার্থ ভাবে স্বেচ্ছাসেবীরা রক্ত দান করে থাকে।
জেলার সকল স্বেচ্ছাসেবীদের নিয়ে আগামী ফেব্রুয়ারী মাসে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে মিলন মেলা করা হবে। যেখানে জেলার সকল স্বেচ্ছাসেবীরা উপস্থিত থাকবে। পরে শিবপুর উপজেলার স্বেচ্ছাসেবী ফোরামের ৭৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালীকে সভাপতি ও মোহাম্মদ আল-আমিন মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।